
রকসী সিকদার (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে গত ১৬ফেব্রুয়ারি রাত ১০টা থেকে গভীর রাত ৩টা পর্যন্ত পাহাড়,টিলা খেকোদের বিরুদ্ধে চিরনি অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।অভিযানে ৪টি স্কেবেটর ও ১টি ডেম্পার গাড়ি জব্দ করে চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিনকে জিম্মাদার দিয়ে রাত ৩টায় অভিযান শেষ করেন।
অভিযানে জায়গার মালিক ও স্কেবেটর মালিকের সাথে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ কথা বললে তারা জানান পাহাড় কাটার সাথে জড়িত রয়েছে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ প্রকাশ(সৈয়দ মেম্বার)চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন,আজম,তাহের সহ ১০-১৫ জনের কথা। এবং চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিনের নেতৃত্বে ১০-১৫ জনের সিন্ডিকেট করে চরম্বায় দীর্ঘদিন ধরে পাহাড়,টিলা কাটা হচ্ছে বলেও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়।
পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসহাব উদ্দিনের নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেটের সদস্য জান মোহাম্মদ পাড়ার মৃত সুলতান আহমদের ছেলে জামাল (৬০) কে ৪ লক্ষ টাকা,নাছির মোহাম্মদ পাড়ার আব্দুল খালেকের স্ত্রী ছেনুয়ারা বেগম (৫০)কে ৫০ হাজার টাকা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান এর ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত আমিরাবাদের সিরাজুল ইসলামের ছেলে ইয়াসিন আরাফাত (৩২) কে ৪ লক্ষ টাকা সহ গতকাল ১৭ফেব্রুয়ারি পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পদুয়া হিন্দু বড় পাড়ার মৃত সুকুমার দাশের ছেলে নিখিল দাশ বাবু (৪১) কে ১ লক্ষ টাকা সহ মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এর সাথে কথা বললে তিনি বলেন রাতের অন্ধকারে পাহাড়,টিলা কাটার খবর পেলে আমি ও উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান অভিযান পরিচালনা করি এসময় পাহাড় কাটার সময় ৩টি বড় স্কেবেটর ১টি ছোট স্কেবেটর এবং ১ টি ডেম্পার গাড়ি জব্দ করি এবং পরে তাদের থেকে ৮লক্ষ ৫০হাজার টাকা জরিমানা আদায় করি এবং ১৭ফেব্রুয়ারি পদুয়া ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার একজন কে ১ লক্ষ টাকা জরিমানা আদায় সহ মোট ৯লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করি। অভিযান পরিচালনাকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্য সহ উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন ও ইউপি সদস্যরা।
এ জাতীয় আরো খবর..