আশিফুজ্জামান শরাফত (চট্টগ্রাম) :
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর পক্ষ থেকে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ ও প্রতিষ্ঠাতা মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী ‘র নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন ও র্যালী অনুষ্ঠিত হয়।
এই সময় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব শিশুবন্ধু মুহাম্মদ আলী বলেন, ১৯৫২ সালের এই দিনে যারা মাতৃভাষা বাংলার জন্য তাদের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষা এনে দিয়েছেন সেই সমস্ত বীর শহীদদের প্রতি এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। তিনি আরও বলেন আগামী প্রজন্ম কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে অবহিত করা সহ দেশের সকল ক্ষেত্রে বাংলা লেখার সর্বাত্বক গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এই সময় উপস্থিত ছিলেন,এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, অর্থ সচিব মোঃ হাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স, প্রবাহ কিন্ডার গার্টেন হাই স্কুল এর শিক্ষক পলাশ, মোঃ মোকছেদুল হক, রুপা চক্রবর্তী, শুক্লা চক্রবর্তী, মোঃ জিয়াউল ইসলাম প্রমূখ।
এই সময় উক্ত র্যালীতে ওমর শাহ পাড়া মডেল হাই স্কুল ও প্রবাহ কিন্ডারগার্টেন হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান রোটারিয়ান এস এম আজিজ।