আব্দুল্লাহ্ আল নোমান শুভ, চট্টগ্রাম:
চট্টগ্রামের জামালখানে পুরনো ভবন ভাঙার সময় দেয়াল ধসের ঘটনায় আহত রওনক চক্রবর্তীও মারা গেছেন। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়ায় দুই।
জানা গেছে, বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জামালখানের সিকদার হোটেলের পাশে দুই তলা ভবনটি ভাঙার সময় প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ জসিম নামে এক ঠিকাদারের মৃত্যু হয়। আহত হন রওনক চক্রবর্ত্তী।
তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রওনক ৬৭ জামাল খান এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে হঠাৎ বিকট শব্দে ফুটপাতের ওপর ধসে পড়েছে জরাজীর্ণ একটি দোতলা ভবনের একপাশের দেয়াল।
খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিস কর্মীরা। চাপা পড়া দেয়ালের নিচে থেকে বের করে আনা হয়, মো. জসিম (৪১) নামে একজনের মরদেহ।
নিহত জসিম ফটিকছড়ি উপজেলার নিশ্চিতা ডাকপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের ছেলে। সে ভবন ভাঙার কাজ তদারকির সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
গুরুতর আহত অবস্থায়, হাসপাতালে পাঠানো হয় রওনক চক্রবর্তী নামে এক যুবককে। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
দুর্ঘটনায় হতাহতের ঘটনাস্থল পরিদর্শণ করেছেন পুলিশের উদ্ধতন কর্মকতারা। ভবনটি ভাঙার সময় কোন নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা।
স্থানীয়সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক ধরে পুরোনো এই ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেন মালিক রতন ভট্টাচার্য। ভাঙার দ্বায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ছিলেন নিহত জসিম।