ইসমাইল হোসেন (ময়মনসিংহ) :
বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান ঐক্য প্লাটফর্ম এর প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটির হচ্ছেন এফ,এম রফিকুল ইসলাম কাঞ্চন। তিনি বীর মুক্তিযোদ্ধা সন্তান দের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক, ঐক্যবদ্ধ করে মুক্তিযোদ্ধা পরিবারের অস্তিত্ব রক্ষার্থে, নিজেকে নিয়োজিত রাখেন এবং মনে করেন,দেশের জন্য তাদের পিতারা যে জীবন বাজি রেখে সংগ্রাম করে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধব ছেড়ে সকল জীবন মায় করে,পাক হানাদার ও আলবদর বাহিনী কে হটিয়ে বাংলার মাটি স্বাধীনত করেছে। সবুজ শস্য শ্যামল, মায়া ভরা ভালুকার মাটি মুক্তিযোদ্ধার গাটি। বাংলায় সংগ্রামের বিনিময় সার্বভৌমত্ব রাষ্ট্র সোনার বাংলা আমি তোমায় ভালোবাসী কবি রবীন্দ্রনাথ এর কবিতা জাতীয় সঙ্গীতের অমর বাণী লিপী বদ্ব হয়েছে। তাই ভালুকা সহ সারা বাংলা ধন্য হয়েছে- ধন্য জাতি। ভালুকায় অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন বীর সেনারা তত সময়কাল মেজর আফসার উদ্দিন আহমেদের নেতৃত্বে। সংগ্রাম করে আফসার ব্যাটালিয়ান বাহিনী ভালুকায় হানাদার মুক্ত করতে সক্ষম হয়েছে। সেই স্মৃতি আমাদের অন্তরে রেখে এই মহান ব্যক্তি আমরা সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি বিনম্র শ্রদ্ধা জানাই।যারা এই সংগ্রামে অংশগ্রহণ করে শহীদ বা গাজী হয়েছে
তাদের সন্তানরাই আজকে গর্ব করে বলতে পারে সারা বাংলা আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তান। এ অহংকারগৌরব মুক্তিযোদ্ধার সন্তানদের কেবল।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ সাব-সেক্টর কমান্ডার উত্তরসূরী সুযোগ্য সন্তান – ময়মনসিংহ -১৫৬ ভালুকা ১১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ (ধনু) এমপি। তিনি বীরের সন্তান ভালুকা বাসী ধন্য। কারণে মুক্তিযোদ্ধার সন্তান আজ এমপি। সে আলোকে বীর মুক্তিযোদ্ধা সন্তান,মুক্তিযোদ্ধা পরিবারের অস্তিত্ব রক্ষার্থে, সন্তান প্রজন্ম সন্তান নামীয় সংগঠন ঐক্যবদ্ধ করত বাংলাদেশ মুক্তি যোদ্ধার সন্তান ঐক্য প্ল্যাটফর্ম, কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে বলে তথ্যটি জানান একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব এফ,এম, রফিকুল ইসলাম কান্ঞ্চন।