সদর প্রতিনিধি খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসস্থ খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের ছাত্র-ছাত্রীদের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে লেকচার প্রদান করেছেন ইটালির সালেরনো (ঝধষবৎহড়) বিশ^বিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জিওভানি ডি ফিও (চৎড়ভ. উৎ. এরড়াধহহর উব ঋবড়)। এসময় কুয়েটর দুই মেয়াদের সাবেক ভাইস-চ্যান্সেলর, ইউজিসি’র সদস্য এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স ওয়েস্টসেফ এর চেয়ারপার্সন প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। ২৪ ফেব্রুয়ারি শুক্রবার সকালে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় তিনি শিক্ষার্থীদের সাথে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা এবং দূষিত পানি বিশুদ্ধকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে লেকচার প্রদান করেন, শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পরিবেশ রক্ষায় সচেতনতার উপর গুরত্বারোপ করেন।
প্রফেসর ড. জিওভানি ডি ফিও জানান, “বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যদি পরিবেশ রক্ষা বিষয়ক সচেতনতা গড়ে ওঠে তাহলেই কেবল আমরা সুফল পাবো।
এজন্যই আমি কোথাও গেলে সেখানকার স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর জন্য কাজ করতে আগ্রহী হই।
খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুলের শিক্ষার্থীরা অনেক মেধাবী, তাদের জানার আগ্রহ প্রবল, আমার বিশ^াস তাদের ভবিষ্যৎ খুবই উজ্জল।”