ছাতকে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দু’দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে গত কাল রোববার বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠ) পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনি ও রবিবার শহরের বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিযেগিতা এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাস ব্যাপী অনুষ্ঠিত ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শতাধিক শিক্ষার্থী উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।
রোববার বিকেলে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, গোবিন্দ মোহন সরকার, জয়নাল আবেদীন, দুলন তরফদার, বঙ্কিম আচার্য, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, প্রনব দাস মিটু, পংকজ দত্ত প্রমূখ।
সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় প্রধান শিক্ষক চন্দন পাল, একেএম ইকবাল, এনামুল হক, মাহবুবুল হক, বাসবী চৌধুরী লিলি, পুরবী রায়, জাহানারা বেগম, মমিনুর রহমান, আব্দুর রহমান, অধির চন্দ্র দাস, মোস্তাক আহমদ, ফজলুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা ইমাদ উদ্দিন, স্মৃতি রানী দাস, কবির আহমদ, আবু তাহের, বসু মালাকার, নির্মল পুরকায়স্থ, আবু সালেহ নোমান সহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।