মজবুর রহমান জেলা প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীেতে এন আর এস হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ। অভিযোগে বলা হয় যে ন্যায় বিচারের আবেদন জানিয়ে বরাবর অভিযোগ দিয়েছে পক্ষপাতী পরিবার এ ব্যাপারে রোগীর পক্ষ থেকে নরসিংদীর সিভিল সার্জন অফিসে ক্ষতিপূরণ চেয়ে লিখিত একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে ন্যায় বিচারের আবেদন জানিয়ে সিভিল সার্জন বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারেরপক্ষে মাসুদ রানা বাবুল। নরসিংদীর মনোহরদী তে এন আর সি
প্রাইভেট হাসপাতাল, ডাক্তার নিলা ইসরাত সুলতানার মাধ্যমে সিজার করায়। সিজার পর
মুহুর্তে না শুকিয়ে ইনফেকশন দেখা দেয়।এনআরসি হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তারসহ সিজার করানো বাবদ বিভিন্ন
কৌশলে ৫০/৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে রোগী সুস্থ না হওয়ায় রোগীকে বর্তমানে ঢাকা
দুলাইখাল এশিয়ান হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। উক্ত হাসপাতালের ডাক্তার মোঃ নূর
আলম মহিন এর তত্ত্বাবধানে চিকিৎসা হচ্ছে। চিকিৎসারত ডাক্তার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন পূর্বের
ডাক্তার সিজারের সময় রোগীর মুত্রনালী কেটে ফেলেছিল। বর্তমানে রোগীর হাসপাতালে চিকিৎসার
ব্যয়ভার মেটাতে গিয়ে অনেক আর্থিক সংকটে আছে ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
আমরা শর জমিনে তদন্ত করতে যাইয়া এন আর সি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল হাসান শিমুল এর সাথেকথা হয়।কামরুল হাসান শিমুল বরাবরই অস্বীকার করে আসছেন।