আশিক হাবিব
বেছে থাকার নাম জীবন নই,আর বেছে থাকলেই তো জীবন হয়।
যারা আত্মহত্যা করতে চাই তাদেরকে বুঝতে হবে বুঝাতে হবে, দুনিয়াতে তো সে নিজেই আসেনি তাকে দাওয়াত করে আনা হয়েছে।
ছোট বেলায় ইস্কুল জীবনে কাজী নজরুল ইসলামের একটি কবিতার জাস্ট মাত্র দুইটা লাইন আমার খুব ভালো লাগে,আর সেখানে তো চিন্তা করার মতো অনেক বিষয় ও রয়েছে,যেমন কবি বলেছেন,সৃজন ভোরে প্রভু সৃজীলা প্রথম যবে তুমি জানতে জীবন ললাট লেখা কেমন হবে।
আমাকে যখন আমার উপর ওয়ালা সৃষ্টি করেছেন এবং দুনিয়াতে ফাটিয়েছিলেন তখনি আমার যা-কিছু সব লিখে দিছেন,তবোও উপর ওয়ালা প্রতিটি মানুষকে সুযোগ ও দিয়েছেন,তোমরা চাইলেই তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো,আর পরিবর্তন করার মাধ্যম দোয়াও আল্লাহ দিয়েছেন।
আমাদেরকেই আমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে,আর ভাবতে হবে,আমি কার জন্য আত্মহত্যা করবো,আমি দুনিয়াতে আসার সময় কি নিয়ে আসতে পেরেছি, আমি তো আমার লজ্জা ডাকার কাপড় টাও আনতে পারিনাই.!
আমি যার জন্য আজ দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছি তারেইওতো আমি আসার সময় নিয়ে আসতে পারিনাই,আর যাওয়ার সময় ও তো তারে আমার সাথে নিয়ে যাইতে পারবোনা.!
সংক্ষিপ্ত জীবনে নাহয় আমি কিছুটা দিন আগেই হারালাম,আজ নাহয় কাল তো আমাকে হারাতেই হতো।
সে যদি আমার আগে মারা যেতো তাহলে..??
আর যদি আমি তার আগে মারা যেতাম..??
ঠিক একজন নাহয় একজনকেই একাকী জীবন মেনে নিতো হতো।
আর আমি বুঝিনা কেন বা মানুষ হারাম রিলেশনে জড়ায়.?
আল্লাহ বলেছেন তাদের অন্তরে কখনো সুখ পোষণ করতে পারেনা যারা হারাম রিলেশনে জড়িয়,বিয়ের পূর্বে বেগানা নারীর সাথে সম্পর্ক করা হারাম।
এসব হারাম সম্পর্কের সাথে জড়িয়ে নিজকে দুনিয়ায় এবং আখেরাত, দুই জাহানকেই কেন নষ্ট করবেন.?