মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের কৃষ্ণরামপুর (আমাইড়) গ্রামের বিবাদমান সম্পত্তিতে জোরপূর্বক চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে স্থায়ীভাবে আরসিসি পিলার দিয়ে গৃহ নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তিটি দখলে নিয়ে গৃহনির্মাণের ঘটনা পুলিশকে লিখিত ভাবে জানিয়েও প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, আমাইড় মৌজার ৫৯৬২নং দাগের ৩৫ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি ওই সম্পত্তির দাবিদার মো.শহিদুল ইসলাম দিং নওগাঁর পত্নীতলা সহকারী জজ আদালতে নালিশী সম্পত্তি নিয়ে একটি মোকদ্দমা করলে গত ১৮ ই জানুয়ারি আদালত ওই সম্পত্তিতে বিবাদীগণকে নিষেধাজ্ঞা শুনানী না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দ্বারা নালিশী সম্পত্তিতে প্রবেশ করা হতে বা কোনো প্রকার নির্মাণ কার্য করা হতে বারিত করা হয়েছে।
উক্ত আদেশকে আমান্য করে মো.হবিবর রহমান কয়েকজন শ্রমিক দিয়ে নালিশী সম্পত্তির চারদিকে টিনের বেড়া দিয়ে ঘিরে দখলে নিয়েছেন। সেখানে তিনি স্থায়ীভাবে আরসিসি পিলার বসিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন।
হবিবুর রহমান দাবি করেন, ওই সম্পত্তির কিছুটা তার পৈত্রিক।জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের নিষেধাজ্ঞার ব্যাপারে তিনি জানেন বলে জানান।
শহিদুল ইসলাম বলেন, ওই সম্পত্তি জোর করে দখলে নেয়ার হুমকি দিলে তিনি হবিবুর রহমান সহ সাত জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা করি। ওই মামলায় গত ১৮ ই জানুয়ারী আদালত স্থিতাবস্থা জারি করেন।
তিনি বলেন, প্রতিপক্ষ এর আগে তার প্রতিবেশী জহুরুল ইসলামের সাথে ও জমিজমা কেন্দ্র করে হাতাহাতি এবং খুনজখমের হুমকি দিলে। জহুরুল ইসলাম থানায় অভিযোগ দিলে ও পুলিশের কোন সহায়তা পাচ্ছেন না।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি বলেন, ওই সম্পত্তি নিয়ে দুইপক্ষের বিবাদের বিষয়টি তার নজরে আছে। তবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে টিনের বেড়া দিয়ে জমি দখলের অভিযোগ পেয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।