আলতাফ হোসেন অমি
বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস। ৫ম বারের মতো সারা দেশে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য-‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এ স্লোগান নিয়ে ঢাকার কেরানীগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার (০২ মার্চ) সকাল সাড়ে ১১ দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কৃষি অফিসার শহিদুল আমীন, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদউল্লাহ, উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিবো যোগ্য জনে’।
ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম বলেন, ভোটাধিকার নাগরিকের মৌলিক অধিকার। বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করেছে। একসময় দেশের ভোটার তালিকায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। পরে ছবি ও হাতের আঙ্গুলের ছাপ সংযুক্ত ভোটার তালিকা করার মাধ্যমে বাংলাদেশে ভোটারদের নির্ভুল ও সঠিক তালিকা তৈরি সম্ভব হয়েছে। নির্বাচনের সময় দায়িত্ব মনে করে ভোটারদের ভোট প্রদানে আগ্রহ থাকা উচিত। তিনি বলেন, সরকারের সঠিক নীতির কারণে আমরা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমাদের এসডিজির লক্ষ্য অর্জন করতে হবে।