ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকার ভরাডোবা নামক স্থানে শিল্প পুলিশ ক্যাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলন্ত ট্রাক গাড়ীর পিছনে আসা একটি পন্যবাহী পিকাপ ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনা স্থলে দু জন আমলের মৃত্যু হয়। পিকাপের সামনের অংশ ধুমড়ে-মুচরে গেছে। ঘটনা ঘটছে শুক্রবারভোর বেলা। মৃত্যু ব্যক্তির হলো আব্দুর সাত্তার(২৯) ও সাজ্জাদ হোসেন(২৮)।
দুর্ঘটনার খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেপুলিশ ফাঁড়িতেনিয়ে যায়। পরে স্বজনদের নিকট লাশ দুটিকে হস্তান্তর করেছে ফাঁড়ি পুলিশ। মৃত আব্দুর সাত্তার ময়মনসিংহ ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোরহাব আলীর ছেলে এবং সাজ্জাদ হোসেন নেত্রকোনা জেলার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রাম আলাল উদ্দিনের ছেলে পুলিশ জানান।অপর দিকে পরিবার সূত্রে প্রকাশ সাজ্জাদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কেন্টিনে ব্যবসা করতো আর সাত্তার মিয়া চড় পাড়া মোড় কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন। তারা ঢাকা থেকে পিকাপ গাড়ী করে কাঁচা মাল নিয়ে আসার পথে উল্লেখিত দুর্ঘটনায় স্থলে মারা যায়।
মৃত দু-জন ময়মনসিংহ মাসকান্দা জামিয়া.আরা বিয়া মিফতাহুলউলুম মাদ্রাসাহতে হাফেজী পাশ করেন। সড়ক দুর্ঘটনার লাশ ভরাডোবা হাইওয়ে পুলিশ ইনচার্জ রিয়াদ মাহমুদ উদ্ধার স্বজনদের নিকট হস্তান্তর করেছেন ।