1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
পাইকগাছায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ; ভালো ফলনের সম্ভবনা
শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান বাঘায় তফসিলভুক্ত জমি জবরদখল ও আম বাগান কর্তনের অভিযোগ ইন্সপেক্টর হলেন চট্টগ্রাম পাঁচলাইশ থানার অপারেশন অফিসার জুবায়ের মৃধা কুড়িগ্রামের উলিপুরে সমাজ সেবা দিবস উদযাপন  উলিপুরে প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী নিখোঁজ শ্রীপুরে কিশোরগ্যাং’র হামলায় ঔষধ ব্যবসায়ী নিহত রাজশাহী বাঘা জাদুঘরে প্রত্নবস্তু হস্তান্তর করেন ডা: মোহাইমিনুর রহমান মেয়র রায়পুরের প্রভাবশালী মেম্বার আরিফের খন্ডিত মরদেহ উদ্ধার দৈনিক সূর্যোদয়ের সকল প্রতিনিধির কার্ড অদ্য হতে বাতিল করা হলো,, স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ রহমানের অত্যাচারে অতিষ্ঠ আদাবর বাসী

পাইকগাছায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ; ভালো ফলনের সম্ভবনা

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮.৫৬ পিএম
  • ১৬৯ বার পঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি 

পাইকগাছায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে বোরো আবাদ। চলতি মৌসুমে ৫হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪০ হেক্টর বেশি। বর্তমানে পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। আবহাওয়া অনুকুলে থাকলে হেক্টর প্রতি প্রায় ৬ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫হাজার ৬৬৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। যার মধ্যে উফশী জাতের ৪ হাজার ৭৫ হেক্টর ও ১ হাজার ৫৯০ হেক্টর হাইব্রিড। উফশীর মধ্যে ব্রি ধান ২৮-১৫০ হেক্টর, ব্রি ধান ৬৭-২হাজার ৪৭৫ হেক্টর, ব্রি ধান ৫৮-১৫২ হেক্টর, ব্রি ধান ৫০-১০ হেক্টর, ব্রি ধান ৮৮-৪৫ হেক্টর, ব্রি ধান ৭৪ -৪০হেক্টর, ব্রি ধান ৮১-১৬ হেক্টর, ব্রি ধান ৬৩-৩২ হেক্টর, ব্রি ধান ১০০-০২ হেক্টর, ব্রি ধান ৯৯-১০ হেক্টর, ব্রি ধান ৯২-৭৩০ হেক্টর, ব্রি ধান ৮৯-৩৮৮ হেক্টর, বিনা ধান ১০-১৫ হেক্টর ও বিনা ধান ২৮-১০ হেক্টর। হাইব্রিড এর মধ্যে হাইব্রিড হিরা ৭৫ হেক্টর, শক্তি ২- ১৫০ হেক্টর, তেগোল্ড ২২৫ হেক্টর, সিনজেন্টা ১২০৩-২০০ হেক্টর, এসএল ৮ এইচ-৪০০ হেক্টর, ব্যাভিলন ৬০ হেক্টর, এসিআই ১- ১০০ হেক্টর, আগমনি ৫০ হেক্টর, মাইক ১-৪০ হেক্টর, আলোড়ন-১৭৫ হেক্টর ও টিয়া-১১৫ হেক্টর।

গোপালপুর গ্রামের কৃষক নজরুল গোলদার জানান তিনি ২০ বিঘা জমিতে ব্রি-ধান ৬৭ ও ব্রি-ধান ৮৯ জাতের বোরো আবাদ করেছেন। ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের বোরো আবাদ করেছেন রেজাকপুর গ্রামের কৃষক আনসার আলী শেখ, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম ২০ বিঘা জমিতে ব্রি-ধান ৬৭ আবাদ করেছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম বলেন চলতি মৌসুমে অত্র উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো আবাদ হয়েছে।

কৃষি বিভাগ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ এবং সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকুলে থাকলে হেক্টের প্রতি প্রায় ৬ মেট্রিক টন উৎপাদন হবে বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews