আনোয়ার হোসেন আন্নু: সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদার নের্তৃত্বে সাভার উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের সাথে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করা ও এডিস মশার বিস্তাররোধে করণীয় এবং আসন্ন কোরবানীর ইদ স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাভার ও আশুলিয়া মানুষের জন্য করোনা ভাইরাস সচেতনতা মূলক কাজ এবং প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধক মাক্স, সাবানও হ্যান্ড সেনিটাইজার বিতরন সহ প্রতিদিনই জন সচেতনতার কাজ চালিয়ে যাচ্ছেন ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা।
ডা: সায়েমুল হুদা বলেন আলহামদুলিল্লাহ সাভারে করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। সত্যিই আমার সাভারে গর্ব করার মত। সাভারের রাজনৈতিক অভিভাবকদ্বয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ, উপজেলা প্রশাসন, পুলিশ এবং সর্বোপরি সাভারের সব শ্রেণী-পেশার মানুষের সচেতনতায় এখানে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে। স্বপ্ন দেখি অচিরেই আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় আসবে।
আগামীকাল জুমার দিন বয়ানের মধ্যে করোনাভাইরাস ও ডেঙ্গু সচেতনতা দিকনির্দেশনা তুলে ধরবেন সর্বস্তরের জনগণের সম্মুখে। সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করা। বার বার সাবান দিয়ে হাত ধোয়া। প্রয়োজনীয় কাজ সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন করা। মতবিনিময় সভায় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদার দিক নির্দেশনা পেয়ে আনন্দিত ইমাম ও খতিবগণ।