বিশেষ প্রতিনিধি: নিরেন দাস
দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছর পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণ করা হয়। পত্রিকাটির জয়পুরহাট জেলা প্রতিনিধি শামীম কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
সভায় প্রধান অতিথি বলেন, বাংলাদেশ প্রতিদিন বস্তুনিষ্ঠ সংবাদ, পত্রিকার স্বল্প মূল্য এবং লেখার গুণগত মানের দিক দিয়ে দেশের সকল সংবাদপত্রকে ছাড়িয়ে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম বলেন, দীর্ঘ সময়ে সংবাদপত্রের জগতে শীর্ষস্থান ধরে রাখাই প্রমাণ করে এ পত্রিকা সফল।
জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, সবার হৃদয়ে এখন বাংলাদেশ প্রতিদিন নামক একটি পত্রিকা। এ পত্রিকার সাফল্য কামনা করি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি গোলাম হক্কানি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, জেলা গোযেন্দা পুলিশের (ওসি) শাহেদ আল মামুন, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, জেলা জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন,জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি নৃপেন্দনাথ মন্ডল, সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ, সাবেক সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পাপিয়াসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।