ইসমাইল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ে বোরো ধানের আবাদে ‘নেক ব্লাস্ট’ রোগ দেখা দিয়েছে । ফলে ধানের শীষ মরা বাড়ছে ব্লাস্ট রোগের কারণে । এই অবস্থায় ভুক্তভোগী কৃষকরা দিশেহারা পড়েছে।যে সকল বোরে ধানের ক্ষেতে ব্লাস্ট আক্রমন করেছে সেসবজমির ধান গুলো দুরথেকে দেখলে মনে হবে সোনারাঙা ধানে দোল খাচ্ছে। কিন্তু কাছে গেলে দেখা যায সোনারাঙাধান নয়, বরং ধান গাছ গুলো অনেকটাই পুড়ে গেছে।
ধানের শীষ সাদা হয়ে ধান চিটা হয়ে যাচ্ছে।এদিকে গফরগাঁও উপজেলা
কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ২০ হাজার ৮ শ’ ১০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। গত বছর এর লক্ষমাত্রা ছিল ২০ হাজার ৮শ’ ৩৫ হেক্টর। এ বছর সেচ সংকট সহ ৫ শতাধিক হেক্টর জমিতে বোরো আবাদ কম হয়েছে।
উপজেলার বার বাড়িয়া ও রাওনা ইউনিয়নের কৃষক ফরিদ আহমেদ, এনামুল হক, নিজাম উদ্দিন বলেন ব্লাস্ট রোগ এভাবে বাড়তে থাকলে অনেক জমি ব্লাস্ট আক্রান্ত হবে। উক্ত বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, এখন পর্যন্ত৭হেক্টর জমি ব্লাস্ট আক্রান্ত হয়েছে।
কৃষি অফিস থেকে ব্লাস্ট রোগের সতর্র্কীকরণের জন্য অনেক আগে থেকেই উঠান বৈঠক করে কৃষকদের পরামর্শ দিয়েছেন।তারপরও যে সকল জমিতে এ রোগ দেখা যাচ্ছে তা তদারকির পাশাপাশি আর যাতে অন্য জমিতে না ছড়ায় তার জন্য মাঠে থেকে কাজ করার জন্য উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
অপর দিকে ভালুকা উপজেলা কাঠাঁলী গ্রামের প্রয়াত ওমর আলী শেখের ছেলে জনাব খোশের্দ আলম বলেন বোরো ধানের শীষ মরা যাচ্ছে।