মোঃ নাজমুল ইসলাম, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে চলছে থানা পুলিশের বিশেষ অভিযান।
জেলা পুলিশ সুপারের নির্দেশে সোমবার রাতে ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ জুয়া, মাদক ব্যবসা এবং অন্যান্য অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। তাদের মধ্যে মাদক ব্যবসায় জড়িত ২ জন এবং জুয়ারি রয়েছে ৬জন।
মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভালুকা মডেল থানার ওসি তদন্ত জাহাঙ্গীর আলম।