কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ২১ এপ্রিল শুক্রবার সকাল ৮ঃ৩০ মিনিটে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে দুটি গ্রাম ছিটপাইকের ছড়া ও পাইকডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদীয়া তরিকতের অনুসারীদের।
পাইকডাঙ্গা গ্রামের জামে মসজিদে নামাজ পড়তে আসা মুসুল্লীরা বলেন আমার পূর্ব পুরুষরা আগে থেকেই সৌদি আরবে সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন তাই এবারও সেই অনুযায়ী ঈদের নামাজ আদায় হলো।
ঈদগাহ মাঠ কমিটির সভাপতি বলেন অন্যান্য বারের ন্যায় এবারো তারা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেছেন। তিনি আরোও জানান, বিশ্বের যেকোন স্থানে বা দেশে ঈদের চাঁদ দেখা বা কোন মাধ্যমে সংবাদ পেলেই ঈদের নামাজ আদায় করেন তারা। আমরা বিগত ১৫ বছর থেকে এই সমাজ পরিচালনা করে আসছি।
পাইকডাঙ্গা গ্রামে নামাজের ইমামতি করনে মোহাম্মদ তামিম হোসেন ও ছিটপাইকের ছড়া গ্রামে নামাজের ইমামতি করেন মোহাম্মদ মোকছেদুল ইসলাম।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন দুটি গ্রামের কিছু পরিবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসুল্লিরা।সেখানে থানা পুলিশের উপস্থিতে শান্তিপূর্ণ ভাবে ঈদের নামাজ আদায় হয়েছে।