নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল- ফিতরের ঈদের নামাজ শেষে নওগাঁর পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী।
পবিত্র ঈদের দিনে চেয়ারম্যানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে যান অনেকেই। ঈদের দিনে রোগীদের কথা মনে রেখে হাসপাতালে আসার জন্য অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, অতীতে কোন স্থানীয় নেতাই এভাবে রোগীদের কাছে আসেন নি। পবিত্র ঈদের দিনে যখন তারা বাড়িতে ঈদ করতে পারেননি, এমন সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তাদের কাছে আসার জন্য গভীর শ্রদ্ধা জানান বলে তিনি বললেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী জানান, যাদের জন্য তিনি নেতা হয়েছেন, তিনি তাদের পাশেই থাকতে চান।
পবিত্র ঈদের দিনে কে রোগী কে গরিব-ধনী এটি দেখার বিষয় নয়। তিনি সবার নেতা এবং সবার জন্য কাজ করছেন বলে জানান। তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি অনুসরণ করে এবং খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি’র দিকনির্দেশনা তিনি কাজ করছেন। এতে সাধারণ জনগণের জন্য যা কিছু করতে হবে তিনি তাই করবেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের সাথে কথা বলেন। তাদের খাবার মানের খোঁজখবর নেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ও কর্মচারীদের খোঁজখবর নেন।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সের যাবতীয় কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোলাম হাফিজ সহ স্থানিয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।