কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে ২৪ কেজি ক্রিস্টালমেথ (আইস) মাদক উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে এই অভিযান চালানো হয়।
এটি দেশের এ যাবতকালের সবচেয়ে বড় আইসের চালান বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এএসপি ইমরান হোসেন। ওই ঘটনায় কয়েক কারবারিকেও আটক করা হয়েছে।
আইস ভয়ংকর মাদক হিসেবে পরিচিত। ২০১৯ সালে দেশে প্রথম এই মাদকের অস্তিত্ব মেলে। এরপর সীমান্ত এলাকা থেকে প্রায় এই ধরনের মাদক জব্দের খবর পাওয়া যাচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি আইস জব্দ করে। এটিই ছিল এ পর্যন্ত বড় চালান।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রতিবেশী মিয়ানমার থেকে চোরাইপথে এই মাদক পাচার হয়ে দেশে আসছে। আগে ইয়াবা পাচার হলেও এখন এই আইসের চালান আসছে বেশি। ইয়াবায় সর্বোচ্চ ২৫ ভাগ এমফিটামিন থাকলেও আইসের পুরোটাই এমফিটামিন। ফলে এই মাদক সেবনে অকাল মৃত্যু অনিবার্য হয়ে ওঠে।