নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ
”পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটচাষী সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে,(৭ মে) রবিবার সকাল ১০ টার দিকে ফরিদপুর শহরের কবি জসিমউদদীন হল রুমে জেলার দুই শতাধিক পাটচাষীদের অংশগ্রহনে দিনব্যাপী পাটচাষী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে, সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. সেলিনা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পাট অধিদপ্তরের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উপাদান এবং সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) দীপক কুমার সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর পাট অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মজিবুর রহমান, পাট চাষীদের মধ্যে নগরকান্দা উপজেলার তলমা ইউনিয়নের মোঃ সিরাজ খলিফা, সালথা উপজেলার মুক্তার মোল্লা, সদর উপজেলার আক্কাস আলী, চর ভদ্রাসনের লীজা আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোঃ লুৎফল আমিনসহ জেলার বিভিন্ন উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা এবং দুই শতাধিক পাটচাষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান খান।
সমাবেশ অনুষ্ঠানে বক্তারা পাটচাষীদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে চাষীদের দিকনির্দেশনা পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে দুইশত জন পাট চাষীদের মধ্যে একটি করে পাটের তৈরী ব্যাগ ও ৫ শত টাকা প্রদান করা হয়।