ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা লাখের পথে আরও এক ধাপ এগুলো ব্রাজিল। সর্বশেষ হিসেব মতে, লাতিন আমেরিকার দেশটিতে মৃত্যু সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ লাখ ছাড়িয়ে গেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছে। তাতে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৪০০।
বেড়েছে আক্রান্তের সংখ্যাও। ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় নতুন করে যোগ হয়েছে ৪৫ হাজার নাম। তাতে ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটিতে মোট আক্রান্ত এখন ১৮ লাখের বেশি।
করোনায় আক্রান্ত-মৃত্যুর তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের স্থান। ওয়ার্ল্ডো মিটারের হিসেব মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৯১ হাজার ছাড়িয়েছে; আর মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার।
ব্রাজিলে মৃত্যুর সংখ্যা গত ৩৫ দিনে দ্বিগুণ বেড়েছে। এর মধ্যে অবস্থায় ভয়াবহ সাও পাওলো ও রিও ডি জেনেরিওতে। সাও পাওলোয় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০০; আর রিওতে ১১ হাজার ২০০।
ব্রাজিলে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৫ জনের, যা যুক্তরাষ্ট্র বা স্পেন থেকে কম। যুক্তরাষ্ট্রে প্রতি ১০ লাখের মধ্যে করোনায় মৃত্যু ৪০১ জনের, আর স্পেনে ৬০৭ জনের।
তবে ব্রাজিলের আঞ্চলিক হিসেবের ধরা হলে রিওতে প্রতি ১০ লাখ জনসংখ্যার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬৫৩ জনের, কিয়েরা রাজ্যে হার ৭৪২ জন এবং আমাজোনাসে ৭২৬ জন।