আইমন শাহরিয়ার, পটিয়া
জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব শামসুল হক চৌধুরী বলেছেন, পটিয়া পৌরসভা সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কোন রাস্তাঘাট সংস্কার বিহীন পড়ে থাকবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার উন্নয়নের জন্য গত ১৪ বছরে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য কাজ করে যাওয়ার ব্যাপারে দলকে শক্তিশালী করে এগিয়ে যাওয়ার জন্য তিনি সকল নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।
৩ জুন (শনিবার) বিকেলে পটিয়া তালতলা চৌকি হইতে উপজেলার কেলিশহর ভট্টাচার্য হাট পর্যন্ত সড়কটি এক কোটি সত্তর লক্ষ টাকা ব্যয়ে উন্নয়নের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কালে তিনি উপরোল্লিখিত কথাগুলো বলেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল মামুন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান , জেলা পরিষদ সদস্য দেবব্রত দাস দেবু, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী , নুরুল রশীদ চৌধুরী এজাজ, আলমগীর আলম, এম এন নাসির, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক কুমার সেন, গিয়াস উদ্দিন আজাদ, জসিম উদ্দিন ,শফিউল আলম ,কামাল উদ্দিন, বেলাল সরোয়ার কামাল রাজীব, শেখ সাইফুল ইসলাম, সাংবাদিক আইমন শাহরিয়ার, মহিলা কাউন্সিলর বুলবুল আক্তার, ইয়াসমিন আক্তার,ফেরদৌস বেগম, আবু তৈয়ব সোহেল ও নাজমুল সিদ্দিকী প্রমুখ।