নিরঞ্জন মিত্র (নিরু) ফরিদপুর
ফরিদপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক বৃদ্ধিকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে এবং ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায়,(৬ জুন) মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ সাহাবুদ্দীন এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। সকল ধর্মের মানুষ এদেশের নাগরিক, কাজেই ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এদেশে হিন্দ-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করে। দেশে বিভিন্ন ধর্মীয় উৎসবে সকল ধর্মের লোকদের অংশগ্রহণ করতে দেখা যায়। তাই সকল ধর্মের মানুষদের নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্য ধর্মের লোকদের যাতে অসুবিধা না হয় সেই দিকে সকলকে খেয়াল রাখার কথা বলেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন
প্রফেসর মোঃ শাহজাহান, চক বাজার জামে মসজিদের খতিব মাওলনা কামরুজ্জামান, ইসকন মন্দিরের সত্য চৈতন্য দাস, প্রশান্ত রায় প্রমুখ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ধর্ম মন্ত্রণালয়ের আইসিটি শাখার সহকারী প্রোগ্রামার মোঃ ইমামুল হক।
প্রশিক্ষণ অনুষ্ঠানে খতীব সহ হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, বিভিন্ন ধর্মাবলম্বি নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, ধর্মীয় নেতা, মসজিদের ঈমাম, খতিব , মন্দিরের পুরোহিত বক্তব্য রাখেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।