নাহিদ পোরশা(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংস করে। এমন কি দেশের উন্নয়নকেও বাধাগ্রস্থ্য করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে আদিবাসীদের উন্নয়নে কাজ করছেন। এর অংশ হিসাবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের দিক নির্দেশনা ও সহযোগীতায় তার প্রতিনিধি হিসাবে আমরা স্থানীয় ভাবে আদিবাসীদের উন্নয়নে কাজ করছি।
মাদক সেবনে এসব উন্নয়ন বাধাগ্রস্থ্য হয়। তিনি আরো বলেন, আগামীতে আপনরা বিভিন্ন পূজা পার্বনে নিজে এবং কোন মুসলিম ব্যক্তিকে মাদক সেবন করতে দিবেন না। আপনারা ছেলে-মেয়েদের পড়ালেখা করান।
সরকার পড়ালেখায় সব সহযোগীতা করছেন। আপনাদের ছেলে-মেয়েরা শিক্ষিত হলে সমাজে উন্নত জীবন যাপন করতে পারবেন। চেয়ারম্যান বলেন, আগামীতে নিজ এলাকার উন্নয়ন, দেশের উন্নয়ন করতে চাইলে সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতকে শক্তিশালী করার জন্য নৌকায় ভোট দেওয়া জন্য অনুরোধ করেন।
সোমবার দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়নের কুসুমকুন্ডা আদিবাসী গ্রামে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যদানকালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। তিনি কয়েকদিনের মধ্যে কুসুমকুন্ডা গ্রামে খাবার পানির সুবিধার জন্য সাবমার্সিবল পাম্প বসানোর প্রতিশ্রুতি দেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।