ফরিদপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক কোর্সের (তৃতীয় ব্যাচ) প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এমআইএলজি) এর আয়োজনে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে,(১০ জুন) শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদের মিলয়াতনে তিন দিনব্যাপী এ মৌলিক প্রশিক্ষণের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্ধোধন করেছেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীদের মাঝে কোর্স পরিচালনা করেন ফরিদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আকরামুল কবির।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় সদর উপজেলা উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং সদর উপজেলা টেকনিশিয়ান মোঃ জুয়েল মন্ডল।
প্রশিক্ষণে সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম বাশারুল আলম বাদশা, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী ও অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল আলম সহ তিনটি ইউনিয়ন পরিষদের সচিব এবং সদস্যগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি ১০ থেকে ১২ জুন পর্যন্ত কোর্সের প্রশিক্ষন প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে ৩ জন ইউপি চেয়ারম্যান, ৩ জন ইউপি সচিব, ২৭ জন ইউপি সদস্য ও ৯ জন নারী ইউপি সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।