ওয়াকিল আহমেদ
জয়পুরহাটের ক্ষেতলালে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন মতবিনিময় সভা করেছেন।
তিনি এর আগে রাজশাহী গোদাগাড়ী থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দ্বায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার ( ৮ জুন) জয়পুরহাটের ক্ষেতলাল থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রবিবার (১১ জুন) সকাল ১১ টায় ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের কক্ষ এ মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে সামগ্রীক বিষয় নিয়ে আলোচনা করেন।
আনোয়ার হোসেন এ সময় নারী নির্যাতন, মাদক, জুয়া, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ ও ভূমিদস্যসহ নানা অসামাজিক বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ক্ষেতলাল থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী, প্রেসক্লাব ক্ষেতলাল এর সভাপতি ও যায়যায়দিন প্রতিনিধি এস কে মুকুল, সহ-সভাপতি এসএম মিলন আজকের সংবাদ প্রতিনিধি, সাধারণ সম্পাদক এস এম ওয়াকিল আহমেদ সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার, সহ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ পান্না দেশচিত্র প্রতিনিধি, আব্দুর রাজ্জাক ডেসটিনি জেলা প্রতিনিধি। ক্ষেতলাল প্রেসক্লাবের সহ-সভাপতি আজকের পত্রিকা প্রতিনিধি আজিজার রহমান, আজকালের খবর প্রতিনিধি আজিজুর রহমান, যুগান্তর প্রতিনিধি হাসান আলী, আমানুল্লাহ আমান চাঁদনী বাজার প্রতিনিধি, এস এম মহিউল আলম মুরাদ জয়পুরহাট খবর প্রতিনিধি, মোঃ বেলাল হোসেন ডেসটিন উপজেলা প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ভোরের কাগজ প্রতিনিধি, সদস্য গোলাম মোস্তফা প্রমূখ৷
পরে সাংবাদিকরা নবাগত ওসিকে ক্ষেতলালের সামগ্রিক বিষয়ে তথ্য আদান-প্রদানের সহযোগীতা করার কথা জানান।