1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড 

  • আপডেট টাইম : সোমবার, ১৭ জুলাই, ২০২৩, ৪.৫০ পিএম
  • ১০৩ বার পঠিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা

কুমিল্লায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ১৬ জুলাই (রবিবার) বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। যাহার দায়রা মামলা নং-১৪২৬/১১।

মামলার বিবরণে জানাযায়- ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১০টার সময় বিশেষ অভিযান পরিচালনাকালে জেলার ব্রাহ্মণ পাড়া থানাধীন অনন্তপুর দক্ষিণ তেতাভূমি আসামিদের নিজ বাড়িতে ফেনসিডিল ক্রয়বিক্রয় করাকালীন সময়ে আসামি মোঃ শানু মিয়া (৪৫) ও শানু মিয়ার ছেলে আসামি মোঃ ওমর ফারুক (২১) ধৃত করে বসত ঘর তল্লাশী করে কাঁচের ২৮ ও প্লাস্টিকের ২৩ বোতল ফেনসিডিল মোট ৫১ বোতল ফেনসিডিল জব্দ করেন RAB-11, সিপিসি-২, শাকতলা, কুমিল্লা। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর RAB-11 এর হাবিলদার (৪৫৩৪৫) মোঃ জাহিদ শিকদার বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৩ (খ) ধারার বিধানমতে ব্রাহ্মণ পাড়া থানায় এজাহার দায়ের করিলে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষে আনীত অভিযোগ প্রমাণিতভাবে প্রমাণিত হওয়ায় তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ ইয়াহিয়া খান ২০১১ সালের ১৫ অক্টোবর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন (যাহার নং-১৭৪)। পরবর্তীতে মামলাটি বিচারের জন্য আসিলে ২০১৩ সালের ৭ ফেব্রুয়ারী পলাতক আসামিগণের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠন করেন। এরপর রাষ্ট্রপক্ষে ১১জন মানীত সাক্ষীর মধ্যে ৭জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে পলাতক আসামি মোঃ ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। উল্লেখ্য যে, মামলা চলাকালীন সময়ে আসামি মোঃ শানু মিয়া মৃত্যু বরণ করায় তাঁকে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার অনন্তপুর দক্ষিণ তেতাভূমি সাকিনের মৃত মোঃ শানু মিয়ার ছেলে মোঃ ওমর ফারুক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মিজানুর রহমান এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মাহবুবুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews