আবুল হাশেম, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে উপনির্বাচন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে কলস মার্কায় বিজয়ী হয়েছেন ফাতেমা খাতুন লতা। ১৭ জুলাই সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ৫৯টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়।
বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন ফুটবল মার্কায় রিনা খাতুন মোট ভোট পেয়েছেন ৮৫০১। তার বিপরীতে কলস মার্কায় ফাতেমা খাতুন লতা ১১১৫৫ পেয়ে বিজয় লাভ করে।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জানান, মোট বৈধ ভোটের সংখ্যা ১৯৮৫৬। বাতিলকৃত ভোটের সংখ্যা ১৬৫। মোট অনুপস্থিত ১৪২৮১৬ জন।
উল্লেখ্য,দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত বাঘা উপজেলা। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৩৭। এর মধ্যে পুরুষ ৮১ হাজার ৩৬২ এবং নারি ৮১ হাজার ২৭৫ জন। ২০১৯ সালে ভোটার সংখ্যা ছিল-১লাখ ৪৪ হাজার ৫৭৩। পুরুষ-৭২ হাজার ৫৯০, নারি-৭১ হাজার ৯৮৩ জন। সেই হিসেবে উপ নির্বাচনে ভোটার বেড়েছে ১৮ হাজার ৬৪ জন। নারি ভোটার বেড়েছে ৯ হাজার ২৮২ এবং পুরুষ ভোটার বেছেছে ৮ হাজার৭৭২ টি।