1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
রাঙামাটির নানিয়ারচরে এলাকাবাসীর সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রাঙামাটির নানিয়ারচরে এলাকাবাসীর সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম : বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৮.২১ পিএম
  • ১৩১ বার পঠিত

মেহেদী ইমাম, রাঙামাটি প্রতিনিধিঃ

 

রাঙামাটির নানিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজিনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও এবং সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেছে নবাগত জেলা প্রশাসক।

 

বুধবার (২৬ জুলাই) বিকেলে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার হল রুমে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন, রাঙামাটিতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

 

এসময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, সাবেক্ষং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান উত্তম প্রিয় চাকমা, বুড়িঘাট ইউপি প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, ঘিলাছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান বাসন্তি চাকমা, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, প্রাণিসম্পদ কর্মকর্তা অর্জুন দেবনাথ, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামাল, উদ্বানতত্তবীদ মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল আজিজ, সহ শিক্ষকমণ্ডলী, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তারের সঞ্চালনায় মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কথা শোনেন। এতে বক্তারা নানিয়ারচর উপজেলারনানিয়ারচর উপজেলার বর্তমান অবস্থা সার্বিক উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

 

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নানিয়ারচর উপজেলা দৃষ্টিনন্দন ও অপার সম্ভাবনাময় একটি উপজেলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন টা বলেছেন, এক টুকরো জমিও অনাবাদী থাকবে না। এমন ভাবে এলাকার অনাবাদী জমি সমূহ যদি আবাদ করা হয় তাহলে এই উপজেলা আরো সমৃদ্ধ হবে।

 

এসময় এই উপজেলার শিক্ষার মান নিয়ে কথা বলেন জেলা প্রশাসক। তিনি এসময় শিক্ষা সংশ্লিষ্ট সকল কে শিক্ষার মান বৃদ্ধিতে কাজ করার ও আহ্বান জানান। উপজেলা প্রশাসন সহ সকল কর্মকর্তা কে শিক্ষার মান বৃদ্ধিতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এই জেলা প্রশাসক।

 

এর আগে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান কে সম্মাননা স্বারক ও ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews