মোঃ জুবাইর
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার সহজ সরল মাছ ব্যবসায়ী রুবেল জলদাস (৩৫) গত ৮ আগস্ট প্রতিদিনের মত নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ভোর সাড়ে ৪ টায় লক্ষাধিক টাকা নিয়ে মাছ কিনতে গিয়ে আজ পর্যন্ত বাসায় ফিরে আসেনি। পরিবারের লোকজন সব দিকে হন্য হয়ে খুঁজার পরও রুবেল জলদাসকে না পেয়ে দিশেহারা।
রুবেল জলদাস চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মধ্যম মাহমুদাবাদ জেলে পাড়ার যদু জলদাসের ছোট ছেলে।
রুবেলের বড় ভাই রূপন জলদাসের দাবী, পারিবারিক সূত্রে আমার মাছ ব্যবসায়ী। আমার পূর্বপুরুষরাও এই ব্যবসায় জড়িত। আমারা দীর্ঘ দিন থেকে নিষ্ঠার সাথে ব্যবসা করে আসছি। আমার ছোট ভাই রুবেল জলদাস সীতাকুণ্ডের বার আউলিয়াস্থ বাকুলা বাজারে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে আসছে। প্রতিদিনের ন্যয় গত ৮ আগস্ট ভোর সাড়ে ৪ টায় মাছ আনার জন্য লক্ষাধিক টাক নিয়ে বাড়ী থেকে বের হয়। সকালে বাজার থেকে আমার ভাই না ফেরার আমি আমার পরিবার ও আত্মীয় স্বজনরা সব দিকে খুঁজাখুজি করি। ৮ তারিখ থেকে এই পর্যন্ত ছোট ভাই রুবেল জলদাসে না পেয়ে আমার বাবা মা ও পরিবার দিশেহারা।
তিনি আরো জানান, আমার ছোট ভাই রুবেল জলদাস সহজ সরল ও এলাকার সৎ ব্যবসায়ী তার সাথে কারো কখনো ঝগড়া বিবেদ নেই। এরপরও আমার ভাই নিঁখোজ এটা আমারা মেনে নিতে পারছি না। আমাদের দাবী আমার ভাইকে অপহরণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, রুবেল জলদাস খুব পরিচিত ও এলাকার সৎ ব্যবসায়ী। সে দীর্ঘদিন থেকে ব্যবসা করছে। সে এইভাবে হারানোর পাত্র নয় আমাদের দাবী থাকে অপহরণ করা হয়েছে। অচিরেই তাঁকে উদ্ধারের দাবি জানান তারা।
রুবেল জলদাশের বাবা যদু জলদাস ছেলেকে হারিয়ে একেবারে শয্যাশায়ী। তিনি বারবার ছেলেকে ফিরে পেতে কান্নায় মূর্ছা যান।
এদিকে রুবেল জলদাসকে না পেয়ে তার বড় ভাই রুপন জলদাস গত ৯ আগস্ট সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার নাম্বার ৪৪৬।
রুবেল জলদাশের বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিবেদককে বলেন, আমারা রুবেল জলদাশের নিখোঁজের বিষয়টি নিয়ে জোড়ালো ভাবে মাঠে কাজ করছি। ইতিমধ্যে এসআই নাসিরকে যেকোন মূল্যে রুবেল জলদাশকে অক্ষত অবস্থায় খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।