নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর- পশ্চিম) বিভাগ।
২২ আগস্ট (বুধবার) বেলা ৩ টায় চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার সুজনা স্কয়ার কমিউনিটির সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে থাকে গ্রেফতার করা হয়।
আটক মাদক ব্যবসায়ী হলেন : শামছুর নাহার (২৫)।
ধুববার ( ২২ আগস্ট) মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন বলেন, বুধবার বেলা ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবর শাহ এলাকার সুজনা স্কয়ার কমিউনিটির সেন্টারের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ১৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার বিভিন্ন এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে আসেন। তার বিরুদ্ধে সিএমপির আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।