সংবাদ বিজ্ঞপ্তি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিকলীগ রেজি নং-২৪৫১ এর উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আজ বিকাল ৪টায় এক আলোচনা সভা মহানগর হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিকলীগ সভাপতি মোঃ ফারুক এর সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক মোঃ ফিরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সিবিএ-ননসিবিএ সমন্বয় পরিষদের সদস্য সচিব শ্রমিক নেতা আবুল হোসেন আবু বলেন, বঙ্গবন্ধু হত্যার সব দুরভিসন্ধির সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সা¤্রাজ্যবাদী চক্র এবং একাত্তরের পরাজিত শক্তির আঁতাতের কথা আজ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। আজ মানুষ বুঝতে পেরেছে বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশের নাম চিরতরে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তাদের সেই চক্রান্ত বাস্তবে রূপ লাভ করতে পারেনি। জাতীয় শোককে শক্তিতে রূপান্তরিত করে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং কাক্সিক্ষত অর্থনৈতিক মুক্তি এনে দিতে পারলেই জাতির পিতার বিদেহী আত্মা শান্তি পাবে। এই লক্ষ্যেই সবাইকে কাজ করে যেতে হবে। সভায় আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিক লীগ নেতা সাবের আহমদ,কামাল উদ্দিন বাদল, মোঃ ইব্রাহিম, মিজানুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ বেলাল,মোঃছফিউল আলম শান্ত, মোঃ জাকির হোসেন, সুমন দাস, মিজান প্রমূখ।