রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী লোহাগাড়ার কৃতি সন্তান, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র পক্ষ থেকে লোহাগাড়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সংরক্ষিত মহিলা আসনের সদস্য সুরাইয়া খানম লিলি।
(২৬ আগস্ট) শনিবার সকালে উপজেলা সদর দর্জি পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
বাংলাদেশ যুব মহিলা লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য সুরাইয়া খানম লিলি’র সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন, নুরুল আবছার প্রমুখ।