নিজস্ব প্রতিবেদক
সিনিয়র জার্নালিস্টস ফোরাম, চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সভা ১৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রি., মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। ফোরামের আহ্বায়ক ও ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিলস্ নির্বাহী পরিষদ ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত এর সভাপতিত্বে ও সদস্য সচিব, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স.ম. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি ইসকান্দর আলী চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সুলতান আহমদ আশরাফী, চট্টগ্রাম ফটো সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দেবপ্রসাদ দাশ দেবু, চট্টগ্রাম ক্রীড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব উর রহমান, দৈনিক আজকের চট্টগ্রাম সম্পাদক আবদুল হাই, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ জামালুদ্দীন ইউসুফ, কবি-সাহিত্যিক-সাংবাদিক প্রদীপ নন্দী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় আগামী ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঐদিন বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সিনিয়র জার্নালিস্ট ফোরামের উদ্যোগে আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং ফোরামের গঠনতন্ত্র সাব কমিটির কার্যক্রম তরান্বিত করার সভায় তাগিদ দেয়া হয়। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।