ঢাকার আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর হাজী সোনামিয়া রোডে জিরাবো মডান ফায়ার সার্ভিসের টানা এক ঘন্টার উদ্ধার অভিযানে বেঁচে গেলো এক প্রান।
বুধবার ১১ অক্টোবর ২০২৩ দুপুর দেড়টার সময়ে আশুলিয়ার পশ্চিম ডেন্ডাবর হাজী সোনামিয়া রোডের মোঃ রিয়াজ মিয়ার একটি পোষা বিড়াল পাশ্ববতী দুইটি বহুতল ভবনের ওয়ালের চিপায় আটকে গেলে সাভার সেনানিবাসস্থ জিরাবো মডান ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ইনচার্জ সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম এর নেতৃত্বে একটি চৌকস দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে টানা এক ঘন্টার অভিজানের মাধ্যমে বিড়ালটা উদ্ধার করে।
এ বিষয়ে,বিড়ালের মালিক মোঃ রিয়াজ মিয়া দৈনিক সূর্যোদয়কে বলেন,আমি দীর্ঘদিন ধরে এই বিড়াটাকে পোষতেছি, হঠাৎ করে গত চারদিন ধরে বিড়াল টাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে বিড়ালটাকে আমার পাশ্ববতী দুইটি বহুতল ভবনের ওয়ালের চিপায় আটকে রয়েছে দেখতে পাই।নিজেদের কায়দায় অনেক চেষ্টা করে উদ্ধার করতে ব্যর্থ হয়ে জিরাবো মডান ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের কন্ট্রোলে বিষয়টি অবগতি করলে তাহারা উদ্ধার করে।
জিরাবো মডান ফায়ার সার্ভিস ও সিভিলে ডিফেন্সের ইনচার্জ সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, আগুন,বন্যার পানি,জীব-জন্তু সহ যেকোনো উদ্ধার অভিযানে বাংলাদেশের সকল ফায়ার সার্ভিসের ন্যায় জিরাবো মডান ফায়ার সার্ভিস প্রস্তুত আছে।
যেহেতু বিড়াল একটা প্রানী সেহেতু এটা উদ্ধার করা আমাদের দায়িত্ব ও কর্তব্য।সেহেতু আমরা বিড়ালটিকে জীবিত উদ্ধার করে তার মালিকের কাছে ফেরত দিতে পেরেছি।