চট্টগ্রাম নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ডিজিএফআই, চসিক, জেলা প্রশাসক, র্যাব, এনএসআই, টিসিবি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন, চাক্তাই ব্যবসায়ী কল্যাণ সমিতি, ঢাকাই রাইস মিল মালিক সমিতি, চাক্তাই খাতুনগঞ্জ গোডাউন মালিক সমিতি, রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যান সমিতি, ডাল মিল ব্যবসায়ী সমিতি, রিয়াজ উদ্দিন বাজার বণিক সমিতি, কাজীর দেউরি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতি, কর্নফুলী কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি, পাহাড়তলী চা বাজার সমিতি, ,কর্ণফুলী মার্কেট ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ ।