দেশে প্রথমবারের মতো থানায় সেবা গ্রহীতাদের জন্য চালু হলো ডিজিটাল টোকেন ব্যাবস্থা। হয়রানি, বিড়ম্বনা এবং ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে উদ্ভাবনী প্রয়াসের অংশ হিসেবে সাভার মডেল থানায় শুরু হয়েছে এমন কার্যক্রম।
বৃহস্পতিকার দুপুরে সাভার মডেল থানায় এর কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলার পুলিশ সুপার এবং বাংলাদেশ পুলিশ এসোসিয়শনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।
পুলিশ সুপার নিজেই টোকেন সংগ্রহ করে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করেন এবং সেবা গ্রহীতাদের সাথে আলাপ করেন।
এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, মোবাশ্বেরা হাবিব খান, শহিদুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।