বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ধরমশালার পাঠ চুকিয়ে বুধবার চেন্নাইয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) অনুশীলন করেছে টিম টাইগার্স। চেন্নাইয়ের অতিরিক্ত গরমের পাশাপাশি দলের টপ অর্ডারও মাথাব্যথার কারণ। আফগানিস্তান ও ইংল্যান্ডের পর এবার সাকিবদের সামনে নিউজিল্যান্ড পরীক্ষা।
আফগানদের উড়িয়ে দিয়ে দারুণ শুরু হলেও ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওই হারের ক্ষত ভুলে কিউইদের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া হাথুরুসিংহের শিষ্যরা।