অসুর মুক্ত সমাজ গঠনে শনিবার (১৪ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় কুমিল্লা নগরীর রানীর বাজার অবস্থিত শ্রী শ্রী রাসস্থলী @ রাম ঠাকুর আশ্রমে ত্রিশূল গীতা শিক্ষালয়ের উদ্যোগে শক্তির আধার শ্রী শ্রী চন্ডী মাতার চন্ডীপাঠ ও মহালয়া বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হবে৷
ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের এপিপি এডভোকেট স্বর্ণকমল নন্দী পলাশ এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে শ্রী শ্রী চন্ডীপাঠ করবেন অধ্যাপক ডঃ উত্তম চন্দ এর নেতৃত্বে ত্রিশূল গীতা শিক্ষালয়ের কোমলমতি তিন শতাধিক শিক্ষার্থী। তৎপর মহালয়া বিষয়ক আলোচনা করবেন শ্রীকাই ডিগ্রি কলেজ এর প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য। অতঃপর কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক ডঃ বিশ্বজিৎ দেব এর তত্ত্বাবধানে শক্তি আধার সঞ্চয়ে শ্রী শ্রী চন্ডী মাতার নিকট প্রার্থনা শেষে ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।