ফেনীতে তিনটি মুখপোড়া হনুমান ও দুইজন আসামি মোঃসুজন উদ্দিন(২৪) মোঃ শিপন(২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ০৮.৪৫ টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি তদন্ত মাহফুজুর রহমান এর নেতৃত্বে চট্টগ্রাম হইতে ঢাকামুখী একটি প্রাভেটকার যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো খ-১২-৮৬৪৪ নামীয় গাড়ীটি দেখিতে পাইয়া সিগন্যাল দিয়া থামাইয়া গাড়ী তল্লাশী করাকালে উক্ত গাড়ীর পিছনের যাত্রী বসার সিটে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কালো মুখ প্রজাতির ০৩টি হনুমান সহ দুইজন আসামি কে গ্রেফতার করা হয়।
মডেল থানার সূত্রে জানাযায়,মোঃ সুজন উদ্দিন (২৪) ফেনী সোনাগাজী থানার মৃত মোঃ কামাল উদ্দিন এর ছেলে। অপর আসামি হলেন, মোঃ শাকিল (২৫) নোয়াখালী চাটখিল থানার সামছুল আলম এর ছেলে। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুর ১২ ঘটিকায় ফেনী মডেল থানায় প্রেস ব্রিফিং এর মাধ্যমে তথ্য নিশ্চিত করেন। হনুমান দুইটি দোলা হাজরা সাফারি পার্কে অবমুক্ত করা জন্য পাঠানো হয়েছে।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াইঅংপ্রু মারমা, ফেনী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, (তদন্ত) মো. মাহফুজুর রহমান সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।