গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৮০ টি সদ্যসমাপ্ত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন অনুমোদিত ২০ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। একই সঙ্গে পুনঃখননকৃত ৪৩০ টি ছোট নদী, খাল ও জলাশয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। (১৬ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এসব প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সারা দেশের ন্যায় ফরিদপুরে ২ শত ১৩ কোটি টাকা ব্যয়ে কুমার নদের ১ শত ৩১ কিলোমিটার অংশ পুন:খনন, ৩ শত ২০ কোটি টাকা ব্যয়ে আড়িয়ালখাঁ নদের সাড়ে ৫ কিলোমিটার তীর সংরক্ষন ও ড্রেজিং এবং চরভদ্রাসনে ৩২৮ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর প্রায় ৫ কিলোমিটার অংশের ডান তীর সংরক্ষন ও ড্রেজিং কাজ রয়েছে।
এছাড়ও একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিত মধুমতি নদীর বাম তীরের ভাঙ্গন রক্ষায় ৪ শত ৮১ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার অংশের বাঁধ ও ড্রেজিং কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
এ উপলক্ষে (১৬ অক্টোবর) সোমবার সকাল ১০ টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়নের চিত্র নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ, এর সভাপতিত্বে, অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লী কবি জসীমউদ্দীনের বাড়ীর সামনে ঘাট প্রাঙ্গণে সমাপ্ত কুমার নদের পুনঃখনন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়।
এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, কুমার নদ খনন প্রকল্প বাস্তবায়ন হওয়ায় এখানকার কৃষিজমি উৎপাদনও জনজীবনের মানোন্নয়নে বিরাট
অবদান রাখবে। এছাড়া মধুমতী নদীরতীর সংরক্ষণ ওড্রেজিং কাজ বাস্তবায়িত হলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের বাসভবন ও স্মৃতিজাদুঘর সহ সেখানকার বাড়িঘর, বসতভিটা ও ফসলি জমি নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে। এসময় ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রামানন্দ পালসহ পানি উন্নয়ন বোর্ডের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।