সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় করোনা উপসর্গে হোসনে আরা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান ওই নারী।
মৃত হোসনে আরা খাতুন (৬০) কলারোয়া উপজেলা সদরের আবুল হোসেনের স্ত্রী।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার সরকার জানান, শনিবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন হোসনে আরা খাতুন। রোববার ভোর ৫টার দিকে মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃতের বাড়ি ও আশপাশের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল বলেন, করোনার উপসর্গ নিয়ে গত চার মাসে সাতক্ষীরা মেডিকেলে মারা গেছেন ২৭ জন। তাদের মধ্যে চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
Leave a Reply