চট্টগ্রাম জেলা মিরসরাই উপজেলার বারৈয়ারহাট পৌরসভা এলাকায় দীর্ঘদিন যাবত বারৈয়ারহাট পৌরসভার মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে রাস্তার উপরে যাত্রীবাহি চয়েজ বাস অবৈধ পার্কিং করে রাখত। যেটি মোটেও নিরাপদ ছিল না।
২০ নভেম্বর (সোমবার) বারিয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন , মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন,চট্টগ্রাম, বিজিবি, পরিবহন মালিক- শ্রমিক নেতৃবৃন্দ, ওসি জোরারগঞ্জ থানা এবং জোড়াগঞ্জ হাইওয়ে থানার সম্মিলিত প্রচেষ্টায় উভয়পাশের অবৈধ পার্কিং করা গাড়ি একটা নির্দিষ্ট স্থানে নিরাপদ জায়গায় স্থায়ী ভাবে রাখার ব্যবস্থা করা হয়েছে, যা বর্তমান প্রেক্ষাপটে নাশকতা ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জানান, জোয়ারগন্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (টিটি) মো:সোহেল সরকার। তিনি গণমাধ্যম কে বলেন, আমরা যতাযত ভাবে সড়ক পরিবহন রাস্তা ঘাঠ পাকা ও রাস্তায় দু পাশ যানজট মুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছি।