ডিজিটাল প্রযুক্তি ব্যবহার ফেইসবুক পেইজে গণমাধ্যম কর্মী দীপা ত্রিপুরাকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি সাইবার বুলিয়িং এর মত মারাত্মক অভিযোগ এনে দীপা ত্রিপুরা জানান, একটি সংখ্যকবদ্ধ চক্র আমার মোবাইল নাম্বার ব্যবহার করে কিছু নোংরামি নির্ভর পেইজে ও গ্রুপে অশালীনন পোস্ট করে যাচ্ছে। যার কারণে গণমাধ্যম কর্মী দীপা ত্রিপুরা বেশ বিব্রতকর পরিস্থিতিতে সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত। একই সাথে লোক সমাজে হেয় প্রতিপন্ন হচ্ছেন।
তিনি আরো অভিযোগ করেন সামাজিক মাধ্যমে আমার মোবাইল নাম্বার ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে অবমাননাকর লিখা পোস্ট করা হচ্ছে।
এই বিষয়ে গণমাধ্যম কর্মী দীপা ত্রিপুরা গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি দেশের সকল গণমাধ্যমকর্মী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দোষীদের আইনগত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আহ্বান জানান।