দেশের লাইফ লাইন খ্যাত চট্টগ্রাম ১১ ( বন্দর -পতেঙ্গা) আসনে আবারও নির্বাচিত হয়েছেন বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ। তিনি ৫১ হাজার ৪১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন।
রবিবার রাতে নগরের রির্টানিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রির্টারিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
চট্টগ্রাম ১১ ( বন্দর -পতেঙ্গা) আসনে যেমোট ১৫২টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে এম এ লতিফ পেয়েছেন ৫১ হাজার ৪১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন পেয়েছেন ৪৬ হাজার ৫২৫ ভোট।
এছাড়া ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (চেয়ার) পেয়েছেন ২ হাজার ১৫১ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মহিউদ্দিন (একতারা) পেয়েছেন ৩০০ ভোট, গণফোরামের উজ্জ্বল ভৌমিক (উদয়মান সূর্য ) পেয়েছেন ১৪৫ ভোট, তৃণমুল বিএনপির দীপক কুমার পালিত (সোনলী আঁশ) পেয়েছেন ১৬০ ভোট, এনপিপির নারায়ন রক্ষিত (আম) পেয়েছেন ৭৬ ভোট।
এই আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৮৫২। ভোট পড়েছে ১ লাখ ৮৫১টি।