1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আওয়ামীলীগের অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ নির্বাচিত
শনিবার, ১১ মে ২০২৪, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
“প্রিন্ট বনাম ইলেকট্রনিক্স মিডিয়া: সাংবাদিকদের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব” রাজধানীর মিরপুরে পত্রিকার আড়ালে চলছে অবৈধ রিক্সা বাণিজ্য। হারিয়েছে সাভার উপজেলার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার হলেন রাজীব নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের প্রতিবাদে  বিক্ষাোভ ও পথসভা  *ঝিনাইদহে তৃষ্ণার্ত মানুষের মাঝে স্যালাইন ও ঠান্ডা খাবার পানীয় বিতরণ* বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাদশার ব্যাপক গণসংযোগ। সাভার উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জনসহ মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন ভিজিডি কাড না দেওয়ায় সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে বিক্ষোভ ও পথসভা নৈতীক স্খলন ও সিমাহীন আর্থিক অনিয়মের প্রতিবাদে সৈয়দপুর পৌর মেয়রের অপসারনের দাবীতে \ সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আওয়ামীলীগের অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ নির্বাচিত

  • আপডেট টাইম : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪, ৪.২৮ পিএম
  • ৭৪ বার পঠিত
  • শফিকুল ইসলাম সিরাজগঞ্জ তাড়াশঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় লাভ করেছেন। তাড়াশ ও রায়গঞ্জ নিয়ে গঠিত দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনটি। যার মধ্যে তাড়াশ উপজেলা ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৫৩৪ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭,৯৯৮ জন এবং নারী ভোটার ৭৮,৫৩৩ জন, এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। অপরদিকে রায়গঞ্জ উপজেলার মোট ভোটার ২ লক্ষ ৫৮ হাজার ৩০৯ জন, এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩০ হাজার ৪৬৫ জন এবং নারী ভোটার ১ লক্ষ ২৭ হাজার ৮৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে। রোববার ৭ জানুয়ারি সকাল আটটার সময় দুই উপজেলার ১৫৩ টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু করা হয় এবং বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো দুই উপজেলার কোথাও কোন গোলযোগ বিশৃঙ্খলা ছাড়াই অত্যান্ত শান্তি পুর্ন পরিবেশে ভোট গ্রহন শেষ হয়েছে। সন্ধার পরে রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ নৌকা প্রতিকে ১,১৭৬৪২ ভোট পেয়ে বিজয় লাভ করেছেন তার নিকটতম প্রতিদন্ধি স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতিকে ৪৪,৭০৮ ভোট পেয়েছেন। এই আসনে আরো প্রতিদন্ধি করেছেন (বি এন এম) এর নোঙর প্রতিকে গোলাম মোস্তফা পেয়েছে ৫১৮ ভোট। জাতীয় পার্টির জাকির হোসেন লাঙ্গল প্রতীকে ৮৬৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম ট্রাক প্রতিকে পেয়েছে ১৩০৪ ভোট। গড়ে ৪২ শতাংশ ভোট কাষ্ট হয়েছে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews