ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কনিকাড়া গ্রামের তাজুল ইসলামের কন্যা সায়মা আক্তার (১০) ও কুটি চৌমুহনী থেকে নানা বাড়িতে বেড়াতে আসা ইব্রাহিম ও জায়েদার কন্যা ইসমা (০৬) পানিতে ডুবে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালা-ভাগ্নি গোসলের উদ্দেশ্য আনুমানিক দুপুর ১ টায় কনিকাড়া দিঘির পশ্চিম পাড় জামে মসজিদের ডোবায় যায়। পরে গোসল করে বাসায় ফিরে না আসলে দীর্ঘক্ষণ খুঁজাখুঁজি করে বেলা ৩ টার দিকে সায়মাকে ডোবায় ভাসমান অবস্থায় পায় পরিবারের সদস্যরা। এদিকে ইসমাকে মাছ ধরার জাল দিয়ে একই ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।