ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সমলয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি এলাকায় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত এ-খুদার সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কাজী রমজান আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে এই সব উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালীউর রহমান, কৃষক জব্বার মিয়া, সিমিট বাংলাদেশের, আঞ্চলিক সমন্বয়ক জাকারিয়া হাসান।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিএসও এবং প্রাধান ব্রি আঞ্চলিক কর্মকর্তা ড. মো. রুহুল আমিন সরকার, ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।
অলোচনা অনুষ্ঠান শেষে উপজেলার জানদি এলাকার ফসলি মাঠে সমলয় পদ্ধতিতে চাষাবাদের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।