পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে ওইসব ব্যবসা প্রতিষ্ঠানে অর্থদন্ড প্রদান করা হয়। রোববার দুপুরে পৌর শহরের ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো.শাহ সোয়াইব মিয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তার সহযোগিতায় ছিলেন উপজেল স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ। স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, পৌর শহরের ফেরিঘাট এবং নতুন বাজার এলাকায় পাঁচ ব্যবসায়ীকে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর এ জরিমানা আদায় করে। এরা হলো রুচিতা হোটেল ৮ হাজার টাকা, আজাদ মেডিকেল হল ৫ হাজার টাকা, মা-বাবার দোয়া মেডিকেল হল ৭ হাজার টাকা, চব্বিশ ঘন্টা মেডিকেল হল ৫ হাজার টাকা ও তাজউদ্দীন মৃধার মুদি দোকানে ২ হাজার টাকা।
সিমববেলি গার্মেন্টস টেকসই ব্রান্ট ও ন্যায্য মূল্য পণ্য বিক্রি করার জন্য লিখিত মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।