প্রধানমন্ত্রী চান খেলার মাঠে মেলা নয়, শুধু খেলাই হোক। সে আলোকে ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশক্রমে সারা দেশের মতো এই চট্টগ্রামেও বিভিন্ন প্রশাসন খেলার মাঠে মেলা আয়োজন না করার সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করে। তারই পথ ধরে নগরীর পলোগ্রাউন্ড মাঠেও ফিরেছিল খেলাধুলা। কিন্তু ক’মাস না যেতেই আবারও পলোগ্রাউন্ড মাঠে মেলা আয়োজনের কার্যক্রম শুরু হয়েছে। চলছে স্থাপনা সংক্রান্ত কাজ। এরই প্রতিবাদ জানিয়ে গতকাল বিকালে চট্টগ্রাম ক্রীড়া ফোরামের ব্যানারে মানববন্ধন করেছেন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ থেকে শুরু স্থানীয় জনগন। মানববন্ধনে ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আবারও মেলা আয়োজনের প্রতিবাদ জানান উপস্থিত সকলে। তারা বলেন, এই মাঠটিতে খেলাধুলা ফিরে আসায় এলাকার তরুণ থেকে শুরু করে সংগঠকরাও উজ্জীবিত হয়েছিলেন। কিন্তু পুনরায় মেলা আয়োজন কার্যত. খেলাধুলাকে নির্বাসনে পাঠিয়ে দেয়া হবে। সরকারের সর্বোচ্চ মহলে ত্বরিত পদক্ষেপ গ্রহণের জন্য মানববন্ধনে উপস্থিত সকলে অনুরোধ জানান। সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞার সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন সিজেকেএস সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বশর, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ সভাপতি এসএম শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য ও সিটি কর্পোরেশন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মো. শাহজাহান। উপস্থিত ছিলেন কাউন্সিলর আশরাফুজ্জামান, নুরুল আমিন, আব্দুর রশিদ লোকমান, সালাউদ্দিন জাহেদ, এম এ মুছা বাবলু, সোহেল আহমেদ, রেলওয়ে পাবলিক হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মো. হাসান, সিজেকেএস কাউন্সিলর জসিমুল হুদা, আসাদুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, হারুন উর রশিদ, মোশাররফ হোসেন লিটন, মাহবুব আলম রাজিব, মারুফুল ইসলাম মারুফ, রিপন আহমেদ, রাসেল আরাফাত, ইকবাল, হাসান, সৈয়দ, হুমায়ুুন, রুবেল আজিজ, সুমন ও কদমতলী ধনিয়ালাপাড়া, সুপারিওয়ালাপাড়া, পোস্তারপাড় দেওয়ানহাট এলাকার সর্বস্তরের ক্রীড়ামোদী ও স্কুল শিক্ষার্থীরা।